Friday, August 16, 2013

এখন Android ডিভাইসের ইন্টারনেট ব্যবহার করতে পারবেন আপনার PC থেকেই !!



এখন স্মার্ট ফোনের যুগ, যার মধ্যে এনড্রয়েড চালিত ফোনগুলো অন্যতম। দাম কম হওয়ায় আমরা অনেকেই এনড্রয়েড চালিত ডিভাইস ব্যবহার করি। অনেক মোবাইল নির্মাতা-ই তাদের ডিভাইসের সাথে ড্রাইভার দেয় না। ফলে আমরা ড্রাইভারের অভাবে অনেকেই মোবাইল দিয়ে PC তে ইন্টারনেট ব্যবহার করতে পারি না। তাই আমরা আজ দেখাব কীভাবে এনড্রয়েড মোবাইল কে মডেম বানিয়ে PC থেকে ইন্টারনেট ব্যবহার করা যায় তার পদ্ধতি।

যা যা লাগবে :



1. ১টি এনড্রয়েড ডিভাইস
2. ডাটা ক্যাবল
3. ইন্টারনেট এ্যাক্টিভেটেড সিম (যে কোন অপারেটর)
4. পার্সোনাল কম্পিউটার (PC)

এনড্রয়েড মোবাইল কে মডেম বানিয়ে পিসি থেকে ইন্টারনেট ব্যবহার করার পদ্ধতি -

1. USB Debugging Mode চালু করুন। USB Debugging Mode  চালু করতে নিচের কমান্ডটি অনুসরন করুন :

Home/App drawer>Settings>Applications>Development> USB Debugging (Select) [ USB Debugging এর ফাকা বক্সে টিক চিহ্ন দিয়ে সিলেক্ট করুন। ]

2. মোবাইলের ডাটা কানেকশন অর্থাৎ সেটের নেট কানেকশন অন করুন। মোবাইলের নেট কানকশন অন করতে নিচের কমান্ডটি অনুসরন করুন :

Home/App drawer>Settings>SIM Management>Data Connection>Select SIM [ যদি ডুয়েল সিমের সেট হয় তবে যে সিমে নেট এক্টিভ করা সেই সিম দিয়ে নেট কানেক্ট করবেন। ]

3. আপনার ডিভাইসকে ডাটা ক্যাবল-এর মাধ্যমে PC'র সাথে কানেক্ট করুন।

4. USB Tethering অন করুন। অন করতে নিচের কমান্ড প্রয়োগ করুন :

Home/App drawer>Settings>Wireless & Networks>Tethering & portable hotspot>USB tethering (Select)  [ USB tethering এর ফাকা বক্সে টিক চিহ্ন দিয়ে সিলেক্ট করুন। ]

5. কিছুক্ষন অপেক্ষা করুন (30 সেকেন্ড) আপনার পিসি এখন ইন্টারনেট ব্যবহারের জন্য প্রস্তুত। আপনি এখন ইন্টারনেট ব্যবহার করতে পারবেন আপনার PC থেকেই।

ধন্যবাদ।

বি.দ্র. : সকল নিয়ম সঠিকভাবে মেনে চলুন। এই প্রক্রিয়ায় আপনার ডিভাইসের কোনো প্রকার ক্ষতি হলে Bangla Droid এবং লেখক দায়ী থাকবে না। তাই উপরের নিয়মগুলো নিজ দায়িত্বে Follow করুন।

No comments:

Post a Comment