Saturday, November 22, 2014

রেসিং গেমের জগতে রাস্তা কাঁপাতে আসছে- নিড ফর স্পীড : নো লিমিট

রেসিং গেম ফ্যানদের জন্য সুখবর!! EA Games সম্প্রতি ঘোষণা করল স্মার্টফোন আর ট্যাবলেটের জন্য তাদের পরবর্তী গেম Need For Speed : No Limit




রেসিং গেমের জগতে NFS সর্বদাই একটি কিংবদন্তি নাম। সেই 1994 থেকে কম্পিউটার আর কনসোলে রাস্তা কাঁপিয়ে আসছে এই গেম। সেই ধারা বয়ে চলেছে এখনকার স্মার্টফোন আর ট্যাবলেটেও।

এই প্ল্যাটফর্মে তাদের সর্বশেষ গেম মোস্ট ওয়ান্টেড খেলেন নি আর পছন্দ করেন নি এমন গেমার পাওয়া মুশকিল। মোস্ট ওয়ান্টেডের পর এবার তারা আর আনছে নো লিমিট।

এনএফএস নো লিমিটের রিলিজ ডেট এখন ফিক্স হয়নি। তবে 2015 এর শুরুর দিকে রিলিজ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। গেমটির ডেভেলপার অস্ট্রেলিয়ার ফায়ারমাংকিজ স্টুডিও, যাদের অন্যতম বিখ্যাত গেম Real Racing 3।

নো লিমিটের কোন বিশেষ ডিটেইল এখনও প্রকাশ করেনি EA। তবে ছোট এনাউন্সমেন্ট ট্রেইলারটি দেখতে পারেন এখান থেকে।

ট্রেইলার দেখে বুঝা যায় গেমটি যথেষ্ট গ্রাফিক্স রিচ হতে যাচ্ছে। আর এই গেমের নামের সাথে থাকছে যার নাম তিনি হলেন Ken Block, বিখ্যাত Rally Driver। গেমের ট্রেইলারেও দেখা যাচ্ছে তাকে।

চমত্‍কার গ্রাফিক্স আর গেমপ্লে, বিখ্যাত Real Racing 3 গেমের ডেভেলপার, আর রেসিং জগতের রাজা NFS এর ডেভেলপার - সব মিলিয়ে বলাই যায় যে গেমটি গেমারদের সকল প্রত্যাশা পূর্ণ করতে পারবে, অন্তত আশা করা যায়!

Monday, March 17, 2014

মুঠোফোন কেন বিস্ফোরিত হয় ??!!




আজকাল মুঠোফোন অনেকটা খেলনা সামগ্রীর মতোই যেন ব্যবহূত হচ্ছে। কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের এ অপরিহার্য যন্ত্রটি ঠিক মতো ব্যবহার না করলে অনেক সময় তা ভয়াবহ বিপদের কারণ হয়ে উঠতে পারে। ইদানীং দেশে-বিদেশে প্রায়ই মুঠোফোন বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। এতে হতাহতেরও ঘটনা ঘটছে। মুঠোফোন বিস্ফোরণের কারণ ও যত্ন-আত্তির কিছু পরামর্শ দেওয়া হয়েছে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে।



কেন ও কীভাবে বিস্ফোরণ

✓ চার্জে থাকা অবস্থায় মুঠোফোন ব্যবহারে প্রায়ই বিস্ফোরণের ঘটনা ঘটে। কারণ চার্জে থাকা অবস্থায় মুঠোফোনের মাদারবোর্ডে অতিরিক্ত চাপ পড়ে। এই সময় মুঠোফোন ব্যবহার করলে নানাভাবে এই চাপ আরও বেড়ে যায়। সস্তা ও বেনামি কোম্পানির মুঠোফোন এই চাপ সহ্য করতে পারে না। ফলে তা বিস্ফোরিত হয়।

সাবধানতা

✓ সস্তার প্রলোভনে পড়ে ভুঁইফোঁড় কোম্পানির মুঠোফোন কেনা উচিত নয়। যথাসম্ভব ব্র্যান্ডের মুঠোফোন কেনা বুদ্ধিমানের কাজ। কেনার সময় মুঠোফোনের আইএমইআই নম্বর ঠিক আছে কি না, তা পরীক্ষা করা উচিত। মুঠোফোনের গায়ে লেখা নম্বর এবং বাক্স ও রসিদে লেখা নম্বর মিলিয়ে দেখতে হবে।

✓ এ ছাড়া কেনার সময় মুঠোফোনের ইয়ারফোন, ব্যাটারি, চার্জার ইত্যাদি খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা উচিত। বিশেষ করে ব্যাটারির ভোল্টেজ ও চার্জারের মাত্রার যথার্থতা নিশ্চিত করা উচিত। মাত্রাতিরিক্ত চার্জে মুঠোফোন বিস্ফোরিত হতে পারে।

✓ চার্জে থাকা অবস্থায় মুঠোফোন ব্যবহার পরিহার করতে হবে। এই সময়ে যদি ফোন রিসিভ করতেই হয়, তবে ফোন থেকে চার্জার খুলে ফেলুন।

✓ মুঠোফোনে মাত্রাতিরিক্ত চার্জ না হওয়ার বিষয়টি নিশ্চিত করুন। ব্যাটারি পরিপূর্ণভাবে চার্জ হয়ে গেলে তা খুলে ফেলুন। ব্যাটারির গুণগত মানে কোনো ধরনের ত্রুটি দেখা গেলে দ্রুত তা পরিবর্তন করুন।

কৃতজ্ঞতা : দৈনিক প্রথম আলো

Thursday, March 13, 2014

লো-এন্ড (ARMv6) এন্ড্রয়েড ডিভাইসেও নিন টেম্পল রান-এর মজা !!

"টেম্পল রান" অতি পরিচিত একটি গেম। কিন্তু অনেক নিম্ম  ভার্সনের মোবাইলে টেম্পল রান সাপোর্ট করে না। সাধারণত Gingerbread, Froyo এসব এন্ড্রয়েড ভার্সনে। তাছাড়া Samsung Galaxy Ace, Samsung Galaxy Ace2, Samsung Galaxy Y, Samsung Galaxy Pocket সহ এরকম অনেক জনপ্রিয় হ্যান্ডসেটের ব্যবহারকারী অনেকেই তাদের এন্ড্রয়েড ভার্সন কম হওয়ার কারনে টেম্পল রানের মত জনপ্রিয় গেম খেলতে পারেন না। খুব খারাপ লাগারই কথা। এসব মোবাইলে সাপোর্ট করে না করার কারণ হচ্ছে আপনাদের মোবাইল ARMv6 প্রসেসরে চলে। আর টেম্পল রানের মত আরো অনেক গেম  তৈরি করা হয়েছে ARMv7 মোবাইলের জন্য। কিন্তু এন্ড্রয়েড ডেভলোপারেরাও বসে নেই তারা অনেক চেষ্টা করে armv7 এর কিছু জনপ্রিয় গেম ARMv6 এর জন্য কনভার্ট করেছে।

যদিও কনভার্ট করা গেমগুলাতে কিছু বাগ থাকে কিন্তু তা কিছু টিপস ব্যবহার করেই ইগ্নোর করা যায়। আর বাগ মুক্ত করার জন্য এগুলো আপডেট করা হয়। আজ আপনাদের ARMv6 মোবাইলের জন্য আমরা এইখানে শেয়ার করব Temple Run এর ৩টি ভার্সন।


Temple Run :



এটি টেম্পল রান সিরিজের প্রথম গেম। এখনো আগের মতই জনপ্রিয়।

ডাউনলোড লিঙ্ক : Temple Run (ARMv6) [bangladroid.blogspot.com]


Temple Run 2 :



এটি টেম্পল রান সিরিজের দ্বিতীয় গেম। এটির ARMv6  ভার্সনের জন্য নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করুন।

ডাউনলোড লিঙ্ক : Temple Run 2 (ARMv6) [bangladroid.blogspot.com]


Temple Run Oz :



এটি টেম্পল রান সিরিজের অরজিনাল গেম না। মানে এটি Imangi কোম্পানির না। এই গেমটি বানিয়েছে Disney.

ডাউনলোড লিঙ্ক : Temple Run Oz (ARMv6) [bangladroid.blogspot.com]

Thursday, February 20, 2014

এখন এন্ড্রয়েডে খেলুন ছোটবেলার মোস্তফা (Cadillacs and Dinosaurs) !!

কে না খেলেছেন এই গেমটি? এমন কাউকে সহজে খুঁজে পাওয়া যাবে না যে ছোট বেলায় Cadillacs and Dinosaurs গেমটি খেলে নি। গেমটির আসল নাম Cadillacs and Dinosaurs হলেও আমাদের সবার কাছে সেটি মোস্তফা নামেই পরিচিত।

Mustapha, Hannah, Mess এবং Jack এই চার যোদ্ধার অন্যতম সেরা অ্যাকশন গেমের মজা এখন নিতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে।

গেমটি সম্পর্কে বেশি কিছু বলার প্রয়োজন মনে করি না। কারণ প্রায় সবারই গেমটি পাড়ার গেমসের দোকান কিংবা কম্পিউটারে খেলা আছে। তবে মজার ব্যাপার হল এখানেও আপনাকে কয়েন দিয়ে খেলতে হবে।  না চিন্তার কিছু নেই। এক টাকার কয়েন দেয়া লাগবে না। গেমটির মোবাইল ভার্সনে মিল রাখার জন্য কয়েন অপশন আছে। Coin এ ক্লিক করে Start বাটন এ ক্লিক করলেই গেম শুরু হবে।

অনেক কথা বলে সহজ ব্যাপারটা পেঁচাইয়া ফেললাম। কিন্তু এখনও ডাউনলোড লিংক ই দিলাম। দিলে কি আর এতক্ষণ পোস্ট পড়তেন?!!

Google Play Store এ গেমটির নাম দেয়া আছে "Four Warriors"। অন্য নামেও আছে। যেই নামেই থাকুক না কেন ভিতরে Cadillacs and Dinosaurs-ই দেয়া আছে। নিচের লিংক থেকে ডাউনলোড করে আপনার এন্ড্রয়েড ডিভাইসে ইন্সটল করুন আর মনে করুন আপনার ছেলেবেলা।

Go!!  Go!!  Go!!

সাইজ : ১০.৫৫ মেগাবাইট
ডাউনলোড লিঙ্ক : Cadillacs and Dinosaurs [bangladroid.blogspot.com].apk


স্ক্রিনশট :




Wednesday, January 8, 2014

এন্ড্রয়েড-এর কিছু গুরুত্বপূর্ণ সিক্রেট কোড !!!

এন্ড্রয়েড ফোন-এর জন্য রয়েছে অনেক সিক্রেট কোড যা আমরা অনেকেই জানি না। এই কোডগুলো ব্যবহার করে আপনি আপনার এন্ড্রয়েড ফোন-এর বিভিন্ন সেটিংস্‌ পরিবর্তন ও ফোনে বিভিন্ন টেস্ট পরিচালনা করতে পারবেন। তো চলুন দেখে নিই সেরকম কিছু সিক্রেট কোড -



বিশেষ দ্রষ্টব্য : এই পোস্ট এর কোডগুলো ইউজ করার ফলে আপনার ডিভাইস এর কোন প্রকার ক্ষতির জন্যে লেখক অথবা বাংলা ড্রয়েড দায়ী থাকবে না। আপনার ডিভাইস এর ডাটা, ব্রিক, রিসেট ইত্যাদি কোন প্রকার সমস্যার জন্যে একমাত্র আপনি দায়ী থাকবেন এবং সম্পূর্ণ নিজ দায়িত্বে কোডগুলো ট্রাই করবেন।

*#06# –  IMEI নম্বর প্রদর্শন করবে
*2767*3855# – ফ্যাক্টরি রিসেট কোড ( ফোনের সব ডাটা ডিলিট হয়ে যাবে )
*#*#4636#*#* - ফোন এবং ব্যাটারি সংক্রান্ত তথ্য প্রদর্শন করবে
*#*#273282*255*663282*#*#* - সকল মিডিয়া ফাইল ব্যাক আপ করার কোড
*#*#197328640#*#* – সার্ভিস  টেস্ট মোড কোড
*#*#1111#*#* –  FTA সফটওয়্যার ভার্সন
*#*#1234#*#* –  PDA এবং ফার্মওয়্যার ভার্সন
*#*#232339#*#* – Wireless LAN টেস্ট কোড
*#*#0842#*#* – ব্যাক লাইট ও ভাইব্রেশন টেস্ট কোড
*#12580*369# - সফটওয়্যার এবং হার্ডওয়্যার ইনফর্মেশন
*#*#2664#*#* – টাচ স্ক্রীন টেস্ট কোড
*#9900# – সিস্টেম ডাম্প মোড
*#9090# – ডায়াগনস্টিক কনফিগারেশন
*#*#34971539#*#* –  ক্যামেরা ইনফরমেশন
*#872564# – ইউএসবি লগিন কন্ট্রোল
*#301279# – HSDPA/HSUPA  কন্ট্রোল মেনু
*#7465625# – ফোন লক স্ট্যাটাস
*#*#7780#*#*   –  ফ্যাক্টরি রি-স্টোর সেটিং। গুগল অ্যাকাউন্ট সহ সকল সিস্টেম ডাটা মুছে যাবে
*2767*3855#   –  ফ্যাক্টরি ফরম্যাট সেটিং। সকল ইন্টারনাল এবং এক্সটারনাল ডাটা মুছে যাবে এবং ফার্মওয়্যার রি-ইন্সটল হবে
*#*#4636#*#*   – ফোন এবং ব্যাটারি ইনফরমেশন
*#*#273283*255*663282*#*#* -  ফাইল কপি স্ক্রীন। সব ইমেজ, সাউন্ড, ভিডিও, ভয়েস মেমো ব্যাক আপ করা যাবে
*#*#197328640#*#*    - সার্ভিস মোড কোড। বিভিন্ন টেস্ট ও সেটিং বদলানোর জন্য
*#*#7594#*#*   –  এই কোড আপনার ইন্ড কল/ পাওয়ার বাটন কে ডাইরেক্ট পাওয়ার অফ বাটন এ পরিণত করবে
*#*#8255#*#*  -  GTalk সার্ভিস মনিটর কোড
*#*#34971539#*#*    -  ক্যামেরা ইনফরমেশন। ক্যামেরা ফার্মওয়্যার আপডেট অপশন টি ব্যবহার করবেন না। এতে আপনার ক্যামেরা ফাংশন বন্ধ হয়ে যাবে

W-LAN, GPS and Bluetooth Test Codes:

*#*#232339#*#* OR *#*#526#*#* OR *#*#528#*#*   –  W-LAN টেস্ট কোড। টেস্ট শুরু করার জন্য মেন্যু বাটন ব্যবহার করুন
*#*#232338#*#*    -  ওয়াইফাই ম্যাক এড্রেস
*#*#1472365#*#*    -  জিপিএস টেস্ট
*#*#1575#*#*    -  আরেকটি জিপিএস টেস্ট কোড
*#*#232331#*#*   –  Bluetooth টেস্ট কোড
*#*#232337#*#    -  Bluetooth ডিভাইস ইনফরমেশন

*#*#0588#*#*    - প্রক্সিমিটি সেন্সর টেস্ট
*#*#0*#*#*    -  এলসিডি টেস্ট
*#*#2664#*#*   –  টাচ স্ক্রীন টেস্ট
*#*#2663#*#*    -  টাচ স্ক্রীন ভার্সন
*#*#0283#*#*   –  প্যাকেট লুপ ব্যাক
*#*#0673#*#* OR *#*#0289#*#*    -  মেলোডি টেস্ট
*#*#3264#*#*    -  র‍্যাম ভার্সন টেস্ট


এন্ড্রয়েড ফোন সংক্রান্ত কোন বিষয়ে জানতে বা জানাতে Bangla Droid™ Official FB Group এ জয়েন করুন।