Thursday, March 13, 2014

লো-এন্ড (ARMv6) এন্ড্রয়েড ডিভাইসেও নিন টেম্পল রান-এর মজা !!

"টেম্পল রান" অতি পরিচিত একটি গেম। কিন্তু অনেক নিম্ম  ভার্সনের মোবাইলে টেম্পল রান সাপোর্ট করে না। সাধারণত Gingerbread, Froyo এসব এন্ড্রয়েড ভার্সনে। তাছাড়া Samsung Galaxy Ace, Samsung Galaxy Ace2, Samsung Galaxy Y, Samsung Galaxy Pocket সহ এরকম অনেক জনপ্রিয় হ্যান্ডসেটের ব্যবহারকারী অনেকেই তাদের এন্ড্রয়েড ভার্সন কম হওয়ার কারনে টেম্পল রানের মত জনপ্রিয় গেম খেলতে পারেন না। খুব খারাপ লাগারই কথা। এসব মোবাইলে সাপোর্ট করে না করার কারণ হচ্ছে আপনাদের মোবাইল ARMv6 প্রসেসরে চলে। আর টেম্পল রানের মত আরো অনেক গেম  তৈরি করা হয়েছে ARMv7 মোবাইলের জন্য। কিন্তু এন্ড্রয়েড ডেভলোপারেরাও বসে নেই তারা অনেক চেষ্টা করে armv7 এর কিছু জনপ্রিয় গেম ARMv6 এর জন্য কনভার্ট করেছে।

যদিও কনভার্ট করা গেমগুলাতে কিছু বাগ থাকে কিন্তু তা কিছু টিপস ব্যবহার করেই ইগ্নোর করা যায়। আর বাগ মুক্ত করার জন্য এগুলো আপডেট করা হয়। আজ আপনাদের ARMv6 মোবাইলের জন্য আমরা এইখানে শেয়ার করব Temple Run এর ৩টি ভার্সন।


Temple Run :



এটি টেম্পল রান সিরিজের প্রথম গেম। এখনো আগের মতই জনপ্রিয়।

ডাউনলোড লিঙ্ক : Temple Run (ARMv6) [bangladroid.blogspot.com]


Temple Run 2 :



এটি টেম্পল রান সিরিজের দ্বিতীয় গেম। এটির ARMv6  ভার্সনের জন্য নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করুন।

ডাউনলোড লিঙ্ক : Temple Run 2 (ARMv6) [bangladroid.blogspot.com]


Temple Run Oz :



এটি টেম্পল রান সিরিজের অরজিনাল গেম না। মানে এটি Imangi কোম্পানির না। এই গেমটি বানিয়েছে Disney.

ডাউনলোড লিঙ্ক : Temple Run Oz (ARMv6) [bangladroid.blogspot.com]

No comments:

Post a Comment